Sourav Ganguly: এএফসি এশিয়ান কাপে যোগ‍্যতা অর্জনের জন‍্য সুনীলদের শুভেচ্ছা সৌরভের

0
4

মঙ্গলবার এএফসি এশিয়ান কাপ (AFC Asian Cup) যোগ্যতা অর্জন পর্বে গ্রুপের শেষ ম্যাচে নেমেছে ভারত (India)। প্রতিপক্ষ হংকং( Hong Kong)। কিন্তু এই ম্যাচে নামার কয়েক ঘন্টা আগেই সরাসরি এশিয়ান কাপের জন্য যোগ্যতা অর্জন করে ফেলে ভারত। কারণ গ্রুপ বি এর ম্যাচে ফিলিপিন্সকে ৪-০ গোলে হারায় প্যালেস্টাইন। আর এর ফলে সরাসরি এশিয়ান কাপের মূলপর্বে যোগ্যতা অর্জন করে ফেলে ইগর স্টিমাচের দল। আর এই কারণে গোটা দেশ খুশিতে মেতে উঠেছে। ভারতীয় ফুটবল দলের এই বিশেষ অর্জনে খুশি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। টুইট করে শুভেচ্ছা জানালেন তিনি।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায় লেখেন,”এএফসি এশিয়ান কাপ ২০২৩ এ যোগ্যতা অর্জন করে দারুণ কাজ করেছ ভারতীয় ফুটবল দল। সুনীল ছেত্রীর নেতৃত্বে, দলটি দারুণ মানসিকতা দেখিয়েছে। এবং এটির জন্য ফুটবলের মক্কার থেকে ভালো জায়গা আর হয় না। দর্শকদের তরফ থেকেও দুর্দান্ত সমর্থন এসেছে।”

আরও পড়ুন:Bengal Cricket: রঞ্জিট্রফি সেমিফাইনালে দিনের শেষে মধ‍্যপ্রদেশের রান সংখ‍্যা ৬ উইকেট হারিয়ে ২৭১