প্রমাণ থাকা সত্ত্বেও মাদককাণ্ডে গ্রেফতার শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্তের জামিন মঞ্জুর

0
1

মাদক মামলায় সোমবার গ্রেফতার করা হয়েছিল শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্ত কাপুরকে। রবিবার রাতেই জামিন পেয়ে যান তিনি। এমনকী শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্তের ভাইয়ের সঙ্গে আরও যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল, তাঁরাও জামিন পেয়ে যান।


আরও পড়ুন:সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যে মামলার তদন্ত কতদূর? উত্তর দিতে নারাজ CBI


রবিবার বেঙ্গালুরুতে এক পার্টিতে শক্তি কাপুরের ছেলের বিরুদ্ধে নিষিদ্ধ মাদক সেবনের অভিযোগে পাকড়াও করে পুলিশ। আর রবিবার রাতেই তাঁকে জামিনে মুক্ত করা হয়। তবে বেঙ্গালুরু পুলিশের তরফে বলা হয়েছে যখন যে অবস্থায় তাঁদের ডাকা হবে, তখন সেই অবস্থাতেই তাঁদের হাজিরা দিতে হবে।


উল্লেখ্য, পুলিশের তরফে জানানো হয়  গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গালুরুর এমজি রোডের একটি পার্টিতে রবিবার রাতে হানা দেয় পুলিশ। সেখান থেকেই শ্রদ্ধা কাপুরের ভাইকে গ্রেফতার করা হয়। এমনকি সেই রাতে সিদ্ধান্ত ছাড়াও ওই পার্টি থেকে মোট ৩৫ জনকে আটক করা হয়। যদিও তাঁদের কাছে কোনও মাদক মেলেনি। তবে মেডিক্যাল টেস্টে সিদ্ধান্ত এবং আরও চারজনের রিপোর্ট পজিটিভ আসে। তখনই তাঁদের গ্রেফতার করা হয়।