ইউক্রেন ফেরত ভারতীয় পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে বিশ্ববিদ্যালয়গুলিতে, জানালো রাশিয়া

0
1

যুদ্ধ এখনও জারি রয়েছে রাশিয়া(Russia) ও ইউক্রেনের(Ukraine) মধ্যে। ভয়াবহ এই যুদ্ধ পরিস্থিতিতে ক্যারিয়ার সংকটের মুখে পড়েছে বহু ভারতীয় পড়ুয়ার। প্রায় ২২ হাজার ডাক্তারি পড়ুয়া জীবন হাতে নিয়ে ইউক্রেন ছেড়ে ফিরে এসেছেন ভারতে। এদের মধ্যে বাংলার পড়ুয়াদের রাজ্যে ডাক্তারি পড়ার সুযোগ করে দিয়েছে মমতা সরকার। মমতার পথে হেটে বেশকিছু রাজ্যও পড়ুদের পড়াশুনার সুযোগ করে দিয়েছে। তবে দেশজুড়ে বহু পড়ুয়ার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। এই অবস্থায় ইউক্রেন ফেরত ভারতীয় ডাক্তারি পড়ুয়াদের(medical student) জন্য দরজা খুলে দিলো বিশ্ববিদ্যালয়গুলি।

রবিবার নয়াদিল্লির রুশ দূতাবাসের সহকারী প্রধান রোমান বাবুশকিন জানিয়ে দিলেন, ইউক্রেন ফেরত ২২ হাজার ভারতীয় পড়ুয়া চাইলে রুশ বিশ্ববিদ্যালয়গুলিতে ভরতি হতে পারেন। বাবুশকিন জানান, ইউক্রেনে (Ukraine) পাঠরত ভারতীয় পড়ুয়ারা যে যে সেমেস্টারে পড়াশোনা করতেন, রুশ বিশ্ববিদ্যালয়গুলিতে সেখান থেকেই আবার পড়াশোনা শুরু করতে পারবেন তাঁরা। ভারত ও রাশিয়ার বিশেষ সম্পর্কের কথা মাথায় রেখেই পুতিন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। তবে রাশিয়ায় ডাক্তারি পড়তে গেলে ইউক্রেনে তুলনায় খরচ কিছুটা বেশি হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এর জেরেই রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে রাজি নন ভারতীয় পড়ুয়ারা।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। তার আগে প্রায় ২২ হাজার ভারতীয় পড়ুয়াকে দেশে ফেরায় নয়াদিল্লি। তবে ভারতে ফিরিয়ে দেব তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে। এদিকে এই যুদ্ধ পরিস্থিতিতে কৌশলগত অবস্থান নেয় দেশের কূটনৈতিক মহল। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভারতের কৌশলগত অবস্থানের প্রশংসা করে রাশিয়া। এরপরই ভারতের দিকে সাহায্যের হাত বাড়ালো তারা।