ন’ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, রাহুলকে আজ ফের তলব ইডির

0
2

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোমবার রাহুল গান্ধীকে ৯ ঘন্টারও বেশি সময় ধরে ম্যারাথন জেরা করেও সন্তুষ্ট নয় ইডি। মঙ্গলবার তাঁকে ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

আরও পড়ুন:গেরুয়া সন্ত্রাসের আবহেই আজ ত্রিপুরায় অভিষেক, করবেন ঐতিহাসিক রোড-শো

সোমবার সকাল সওয়া ১১টা নাগাদ মোতিলাল নেহরু মার্গ দিয়ে প্রিয়ঙ্কা গাঁধী বঢরা, পি চিদম্বরম-সহ কংগ্রেস নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করে ইডি দফতরে গিয়েছিলেন রাহুল। প্রথম দফায় তাঁকে প্রায় তিন ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। মাঝে ৮০ মিনিটের বিরতির পর ফের শুরু হয় জেরা। বিরতির সময় ইডি দফতর থেকে বেরিয়ে স্যর গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন সনিয়া গান্ধীকে দেখতে যান রাহুল। ফিরে আসার পর রাত প্রায় ১০টা পর্যন্ত ইডির দফতরে ছিলেন তিনি।

সনিয়া, রাহুলদের ইডির তলবের প্রতিবাদে এদিন পথে নামে কংগ্রেস। তারা সত্যান্বেষণে সত্যাগ্রহের ডাক দেয়। সে সময় দিল্লি পুলিশের মারে সাংসদ পি চিদম্বরম এবং প্রমোদ তিওয়ারি আহত হন। দু’জনেরই বুকের পাঁজরে চিড় ধরেছে বলে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, বিক্ষোভ দেখানোর অভিযোগে সোমবার ২৬ জন সাংসদ, পাঁচ বিধায়ক-সহ মোট ৪৫৯ জনকে আটক করা হয়।