পরপর তিন দিন। সোমবার। মঙ্গলবার। এবার বুধবার। পর পর তিন দিন। আগামী কাল বুধবার তৃতীয় বারের জন্য রাহুল গান্ধীকে (Rahul Gandhi) তলব করল ইডি। ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় সোমবার প্রথম বারের জন্য রাহুলকে ডেকে পাঠিয়েছিল ইডি। সে দিন বেলা ১১টা নাগাদ আকবর রোডের কংগ্রেস সদর কার্যালয় থেকে মিছিল করে ইডি অফিসের দিকে রওনা দিয়েছিলেন রাহুল৷ তাঁর সঙ্গে পা মেলান প্রিয়াঙ্কা গান্ধীও।
আরও পড়ুনঃ Sourav Ganguly: এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের জন্য সুনীলদের শুভেচ্ছা সৌরভের
শয়ে শয়ে কংগ্রেস কর্মীরা রাহুল গান্ধী জিন্দাবাদ স্লোগান দিতে দিতে এগিয়ে চলেন৷ পুলিশের দুটি ব্যারিকেড ভেঙে কংগ্রেস কর্মীরা এগিয়ে চলেন ইডি অফিসের দিকে৷ তৃতীয় ব্যারিকেডের মুখে পুলিশ তাদের আটকে দেয়৷ তখন প্রিয়াঙ্কা ও আইনজীবীকে নিয়ে রাহুল ইডি অফিসের দিকে হাঁটা লাগান৷ অন্যদিকে পুলিশের বাধা পেয়ে সেখানেই ধরনায় বসে পড়েন কংগ্রেস কর্মীরা৷
মঙ্গলবারও অনেকটা একই ছবি দেখা যায়। বেলা সাড়ে ১১টা নাগাদ ইডি দফতরে যান রাহুল। দুই দফায় চলে জিজ্ঞাসাবাদ।
এ দিনও রাহুলকে এ ভাবে ডেকে পাঠানোর প্রতিবাদ জানান কংগ্রেস নেতা-কর্মীরা। প্রতিবাদ-বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হন অধীর চৌধুরী, রণদীপ সূরজেওয়ালা, প্রণব ঝা-র মতো কংগ্রেস নেতারা। আট ঘণ্টা ধরে তাঁদের আটক করে রাখে পুলিশ। কংগ্রেসের অভিযোগ, প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। রাহুলকে ভয় পেয়েছে বিজেপি। তাই এ ভাবে হেনস্তা করতে শুরু করেছে।











 
 
 
 
 
 
 
 































































































































