প্রিয় মানুষের চলে যাওয়া মানেই এক গভীর শূন্যতা। ভারাক্রান্ত মনে শেষ বিদায় দেওয়া, কিন্তু জলপাইগুড়ির অভিনব শবযাত্রায় (funeral)দেখা গেল এর ঠিক বিপরীত ছবি। শ্মশান যাত্রায় ডিজে (DJ),ব্যান্ড পার্টি , শেষযাত্রায় উচ্ছ্বাস – গল্প নয় এটাই সত্যি! এমনই অভিনব ছবি ধরা পড়ল জলপাইগুড়ি (Jalpaiguri)জেলার রাজগঞ্জে (Rajganj)।
পরিবারের প্রিয় মানুষের শেষ বিদায়ে রীতিমতো গান, নাচ, ডিজের আয়োজন , অবাক কাণ্ড। অনেকেই প্রশ্ন তুলছেন সংস্কৃতি নিয়ে, কিন্তু মৃতার পরিবার কী বলছেন? কেন করলেন এমন কাণ্ড? পরিবার সূত্রে জানা যায় , মৃতার বয়স ১০৪ বছর, নাম মালতি সরকার,রবিবার স্বাভাবিক মৃত্যু হয়েছে তাঁর। সেঞ্চুরি করেছেন যিনি, তিনি নিঃসন্দেহে তাঁর দীর্ঘ জীবনে দেখেছেন অনেক কিছু। প্রজন্মের পর প্রজন্ম পেয়েছে তাঁর সান্নিধ্য। জীবনের অন্তিম লগ্নে পৌঁছে সকলকে আনন্দ দিতে চেয়েছিলেন তিনি। তাঁর শেষ ইচ্ছা পূরণের জন্য আনন্দ করতে করতেই তাঁকে শ্মশানে নিয়ে যায় পরিবার। কীর্তন, হরির বোল নয়, বাজল ডিজে ! সাউন্ড বক্স বাজিয়ে শ্মশানযাত্রা করলেন মৃতের আত্মীয়-পরিজনরা। মৃতার নাতি মঙ্গল সরকার জানান, তাদের ঠাকুরমা মালতি সরকার ১০৪ বছর স্বাভাবিক জীবন কাটিয়েছেন। স্বাভাবিক নিয়মেই মৃত্যু হয়েছে তাঁর। তাই এই মৃত্যু আনন্দের। এমন অভিনব শ্মশান যাত্রা চাক্ষুষ করতে রাস্তায় রীতিমত ভিড় জমে যায়।