করোনা (Corona) নিয়ে ফের বাড়ছে চিন্তা। যদিও পরিসংখ্যান বলছে আগের দিনের থেকে অনেকটাই কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। কিন্তু সক্রিয় রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে তা নিয়ে রীতিমত চিন্তায় বিশেষজ্ঞরা। দেশের স্বাস্থ্যমন্ত্রকের (Health ministry) তরফ থেকে যে তথ্য ও পরিসংখ্যান দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে (Corona Virus)আক্রান্ত হয়েছেন ৬৫৯৪ জন। সোমবার এই সংখ্যাটা ছিল ৮ হাজারের একটু বেশি। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় তুলনায় সংক্রমণ কমল প্রায় ২ শতাংশ ।
করোনা গ্রাফ সার্বিক ভাবে অনেকটাই নিম্নমুখী কিন্তু সক্রিয় রোগীর সংখ্যা ইতিমধ্যেই পেরিয়ে গেছে ৫০ হাজারের গণ্ডি। উদ্বেগ প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফেও। সংক্রমণের তীব্রতাকে মাথায় রেখে বেশ কয়েকটি রাজ্যে মাস্ক ফের বাধ্যতামূলক হতে চলেছে বলে মনে করা হচ্ছে। সুস্থতার হার এই মুহূর্তে ৯৮.৬৭ শতাংশ, কিন্তু সক্রিয় রোগীর সংখ্যা ৫০৫৪৮। একদিনে সুস্থ হয়েছেন ৪০৩৫ জন, এখনও পর্যন্ত দেশে করোনাকে জয় করে মোট সুস্থ হয়েছেন ৪ কোটি ২৬ লক্ষ ৬১ হাজার ৩৭০ জন। বিশেষজ্ঞরা বলছেন টিকাকরন যত দ্রুত সম্ভব শেষ করতে হবে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৫ কোটি ২০ লক্ষের বেশি ডোজ করোনার টিকা (Corona Vaccine)দেওয়া হয়েছে। পাশাপাশি প্রিকশন ডোজ দেওয়ার কাজও চলছে। খুব দ্রুতই ৫ থেকে ১২ বছর বয়সীদের জন্য টিকা প্রদান চালু হবে বলে জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।