রাহুলকে ইডি তলবের প্রতিবাদে বিক্ষোভ, অশান্তি রুখতে ১৪৪ ধারা জারি পুলিশের

0
1

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোমবার দু’দফায় ৯ ঘণ্টারও বেশি সময়  কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করে ইডি। আজ, মঙ্গলবার ফের তাঁকে তলব করে কেন্দ্রীয় সংস্থা। সেইমতো সময়মতো এদিন ইডির দফতরে পৌঁছে যান রাহুল গান্ধী। তবে তার আগে থেকেই দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে কংগ্রেস। এদিকে অশান্তি রুখতে কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন।


আরও পড়ুন:ন’ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, রাহুলকে আজ ফের তলব ইডির


সোমবারের ঘটনাপ্রবাহ থেকে শিক্ষা নিয়ে দিল্লির আকবর রোডে কংগ্রেসের সদর দফতরের বাইরে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। জারি হয়েছে ১৪৪ ধারা। শুধু কংগ্রেসের সদর দফতরই নয়, ২ কিলোমিটার দূরে ইডি অফিসও কড়া নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলা হয়েছে।


যদিও প্রশাসনের নির্দেশ অমান্য করে আকবর রোডে হাজির হন কংগ্রেসের নেতা-কর্মীরা। তাঁদের ঢুকতে বাধা দিলেও জোর করে ঢোকার চেষ্টা করেন তাঁরা। ইতিমধ্যেই বেশ কিছু কংগ্রেস কর্মীদের আটক করে দিল্লি পুলিশ। আটক করা হয়েছে কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালাকেও।