“ইডি-সিবিআই দিয়ে আমায় ভয় দেখানো যাবে না“ – আগারতলায় চ্যালেঞ্জ অভিষেকের

0
1

সাহস দেখালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বাড়িতে যখন সিবিআই রয়েছে, তখন মঞ্চ থেকেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। মঙ্গলবার আগতলার নির্বাতনী জনসভা থেকে তিনি বলেন, “ইডি-সিবিআই দিয়ে আমায় ভয় দেখানো যাবে না।“ফের প্রতিহিংসার রাজনীতি কেন্দ্রের। নিজেদের দুর্বলতা, অক্ষমতা এবং ব্যর্থতা ঢাকতে সিবিআইকে লেলিয়ে দেওয়ার সেই পরিচিত কৌশল বিজেপির। এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকাতে মরিয়া গেরুয়া শিবির সিবিআইকেই ব্যবহার করে। সর্বভারতীয় নেতা যখন ত্রিপুরা (Tripura) সফরে ব্যস্ত ঠিক তখনই কলকাতায় তাঁর বাড়িতে হাজির হয় সিবিআই (CBI) টিম। অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারী সংস্থার সব প্রশ্নেরই উত্তর দিয়েছেন রুজিরা।

এদিন ত্রিপুরায় রীতিমতো লড়াকু মেজাজেই ছিলেন অভিষেক। জনসভায় অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তিনি মন্তব্য করেন, এভাবে তাঁকে আটকানো যাবে না। তাঁর কটাক্ষ, বিজেপির এত ভয়? ত্রিপুরা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন অভিষেক।