প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলাতেও এবার সিবিআই তদন্তের নির্দেশ

0
1

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলাতেও এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সেই সঙ্গে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্যকে সোমবারই সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছেন হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সংসদ সভাপতিকে সিবিআই দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয় সেইসঙ্গে সিবিআইকে এমনও নির্দেশ দেওয়া হয়েছে যে, সংসদ সভাপতি যদি তদন্তে পূর্ণ সহযোগিতা না করেন তাহলে তাকে নিজেদের হেফাজতে নিতে পারবে সিবিআই। সভাপতি ছাড়াও সংসদের সম্পাদক রত্না চক্রবর্তী বাগচিকেও সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

এদিন প্রাথমিক নিয়োগ মামলার শুনানির সময় কোর্ট জানিয়েছে, আদালতের পর্যবেক্ষণ মোতাবেক ২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষা শেষে যে দ্বিতীয় তালিকাটি প্রকাশ করা হয়েছিল, এখানে অনেক গরমিল আছে। আর বেনিয়ম ও অনিয়ম থাকার দরুন ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিলেন বিচারপতি। শুধু তাই নয় ওই ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের বেতন বন্ধেরও নির্দেশ দিয়েছে আদালত। সেইসঙ্গে আদালত কড়া নির্দেশ দিয়েছে যে মঙ্গলবার থেকে তাঁরা আর স্কুলে ঢুকতে পারবেন না।