ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুলকে তিন ঘণ্টা ধরে ইডির জিজ্ঞাসাবাদ 

0
1

ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। দিল্লির এপিজে আব্দুল কালাম রোডের ইডি দফতরে সোমবার রাহুলকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দিষ্ট সময় মেনে এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ ইডির দফতরে পৌঁছে যান রাহুল। বেলা প্রায় দুটো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলে। তারপর রাহুল ইডির দফতর ছেড়ে বেরিয়ে যান। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কী কী প্রশ্ন করেছেন বা তিনি তার কী উত্তর দিয়েছেন তা নিয়ে সাংবাদিকদের একটি প্রশ্নেরও উত্তর দেননি রাহুল।

এদিকে রাহুলকে হাজিরার নির্দেশ পাঠানোর প্রতিবাদে সোমবার সকাল থেকে দিল্লি জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করল কংগ্রেস নেতা কর্মী সমর্থকরা। শুধু দিল্লিতেই নয় সারাদেশের ২৫টি ইডি দফতরের সামনে এদিন কংগ্রেসের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখালেন । দিল্লিতে সকালে রাহুলের বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর সময় বেশ কয়েকজন কংগ্রেস সমর্থককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে পরে থানায় গিয়ে তাঁদের সঙ্গে দেখা করেছেন প্রিয়াঙ্কা গান্ধী।