দিল্লিতে ইডি দফতরে কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) হাজিরার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে দল। অথচ কলকাতায় তৃণমূল (TMC) নেতাদের সিবিআই-ইডি- (CBI-ED)তে তলবে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে যখন নেতা-কর্মীরা প্রতিবাদ করেন তখন কংগ্রেস তার সমালোচনা করেন। সোমবার, ত্রিপুরার সাংবাদিক বৈঠকে এই বিষয় নিয়ে কংগ্রেসকে ধুয়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বিলেন, “দ্বিচারিতা করছে কংগ্রেস। দ্বিচারিতা করছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। পশ্চিমবঙ্গে ইডি, সিবিআই চাই বলে লাফিয়ে বেড়াচ্ছেন অধীর চৌধুরী। আর দিল্লিতে (Delhi) রাহুল গান্ধীকে ইডি ডাকলেই রাস্তায় নেমে আন্দোলন করছে। এবার বলুন আইন আইনের পথে চলুক”।
কুণাল ঘোষ বলেন, বিরোধী শিবিরকে সমস্যা করতে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে কেন্দ্র- বারবার এই অভিযোগ করেছে তৃণমূল। কিন্তু সেই সময় তৃণমূলের সমালোচনা করে কংগ্রেস। বাংলার কোনও ইস্যু হলে ইডি, সিবিআই তদন্তের দাবি জানিয়ে আদালতে যায় তাঁরা। অথচ দিল্লিতে আজ কেন কংগ্রেস রাস্তায় নামছেন! তাহলে যাকে ডাকা হল, তিনি আইনি পথে চলবেন। দুমুখো নীতি চলবে না বলে সাফ বক্তব্য তৃণমূলের।



















































































































































