CBI-এর যুগ্ম অধিকর্তা বদল! সরলেন পঙ্কজ শ্রীবাস্তব

0
2

সিবিআই-তে বড়সড় রদবদল। সরানো হল কলকাতা জোনের জয়েন্ট ডিরেক্টর পদে থাকা পঙ্কজ শ্রীবাস্তবকে। সেই পদে এলেন এন বেণুগোপাল। বহু গুরুত্বপূর্ণ মামলার তদন্তভার ছিল পঙ্কজ শ্রীবাস্তবের হাতে। সিবিআই সূত্রে খবর, এখন থেকে পঙ্কজ শ্রীবাস্তবের হাতে থাকা সকল তদন্তের তদারকি করবেন নবনিযুক্ত এন বেণুগোপাল।


আরও পড়ুন:আজ ইডি দফতরে রাহুলের হাজিরা , কংগ্রেস কর্মীদের বিক্ষোভে তপ্ত রাজধানী


জানা গিয়েছে, বহুদিন ধরেই ইস্ট জোনের যুগ্ম অধিকর্তার পদে ছিলেন পঙ্কজ শ্রীবাস্তব। সম্প্রতি তাঁর মেয়াদ ফুরিয়ে যাওয়ায় রুটিন মাফিক বদলি করা হল তাঁকে। অন্যদিকে রাজ্যে সিবিআই -এর হাতে একের পর এক মামলা এসে পড়েছে। ফলে বাড়ছে মামলার পরিমাণ। সেকারণে আগামী দিনে সিবিআই-এ নতুন কর্মী নিয়োগ হতে পারে বলে খবর।