Rishabh Pant: ম‍্যাচ হেরে দলের স্পিনারদের কাঠগড়ায় তুললেন পন্থ

0
2

দক্ষিণ আফ্রিকার ( South Africa) বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ (T-20) ম‍্যাচেও হার ভারতের (India)। রবিবার কটকে প্রোটিয়াদের কাছে ৪ উইকেটে হারে ঋষভ পন্থের (Rishabh Pant) দল। এই হারের পর স্পিনারদের কাঠগড়ায় দাঁড় করাল ভারত অধিনায়ক।

সাংবাদিক সম্মেলনে পন্থ বলেন,” আমাদের ১০-১৫ রান কম হয়েছিল। ভুবনেশ্বর কুমার এবং বাকি পেসাররা প্রথম সাত-আট ওভার ভাল বল করেছে। তার পরেই সব খেই হারিয়ে গেল। তাই ফলাফল এরকম হল।”

এরপাশাপাশি পন্থ আরও বলেন,” আমাদের উইকেট দরকার ছিল মাঝের ওভারে। সেটাই নিতে পারলাম না। ওদের তেম্বা বাভুমা এবং হেনরিক ক্লাসেন খুব ভাল ব্যাট করেছে। আমাদের আরও ভাল বল করা উচিত ছিল। আশা করি পরের ম্যাচে উন্নতি হবে। পরের তিনটি ম্যাচই আমাদের জিততে হবে। এই ম‍্যাচের ভুল সুধরে পরবর্তী ম‍্যাচে নামবো আমরা।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস : Breakfast Sports