বিয়ের বাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে উল্টে গেল যাত্রীবাঝাই পিকআপ ভ্যান। এর জেরে আহত হয়েছেন ৪০ জন। আহতদের সকলকেই স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পুলিশ। সোমবার সাতসকালে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার লালজল এলাকায়।ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।


আরও পড়ুন:তপন কান্দু খুন : আদালতে চার্জশিট জমা দিল সিবিআই



প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,পিকআপ ভ্যানটি পুরুলিয়া জেলার সারগা থেকে বেলপাহাড়ি থানার চিরুগোড়া গ্রামের দিকে যাচ্ছিল। ভ্যানটিতে মোট ৪০ জন যাত্রী বিয়ের বাড়ির অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন। কিন্তু সারগা থেকে ফেরার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক। এরপরই সজোরে একটি গাছে ধাক্কা খায় গাড়িটি। গাড়ির বেগ এতটাই বেশি ছিল যে উল্টে যায় যাত্রীবোঝি পিকআপ ভ্যানটি। দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় বাসিন্দারা ও বেলপাহাড়ি থানার পুলিশ। আহতদের সকলকেই বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে পুলিশ।



হাসপাতাল তরফে জানা গেছে, আহতদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। ঠিক কী কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তা খতিয়ে দেখছে বেলপাহাড়ি থানার পুলিশ।



































































































































