অসুস্থ সোনিয়া গান্ধী, ভর্তি হাসপাতালে

0
1

দিন কয়েক আগেই কোভিডে আক্রান্ত হন সোনিয়া গান্ধী। রবিবার সকালে কংগ্রেস নেত্রীকে ভর্তি করা হয় হাসপাতালে।আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছেন তিনি। তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।


আরও পড়ুন:ভোটপরবর্তী হিংসা মামলায় প্রথন কোনও বিজেপি নেতাকে তলব সিবিআইয়ের


আরও পড়ুন:শুভেন্দু অধিকারীকে হাওড়ায় যেতে মানা পুলিশের

রবিবার জাতীয় কংগ্রেসের তরফে দলের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা ট্যুইট করে সোনিয়া গান্ধীর হাসপাতালে ভর্তির খবর জানান। ট্যুইটে তিনি লিখেছেন কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোভিড সংক্রান্ত সমস্যার কারণেই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। আপাতত তিনি স্থিতিশীল, তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য হাসপাতালেই রাখা হবে কিছুদিন। আমরা কংগ্রেসের সমস্ত সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানাই।


উল্লেখ্য, গত ২ জুন করোনায় সংক্রমিত হন বর্ষীয়ান কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তার আগে ন্যাশনাল হেরাল্ড মামলায় তাঁকে তলব করেছিল ইডি৷ ৮ জুন তাঁকে ইডি অফিসে যেতে বলা হয়েছিল৷ কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে তিন সপ্তাহ সময় চেয়ে নেন সোনিয়া। সূত্রের খবর, ফের তাঁকে নতুন করে সমন পাঠাবে ইডি।