প্রতিবেশীর সঙ্গে বচসার জেরে শান্তিপুরে বোমাবাজি, আহত ৪ পুলিশকর্মী

0
3

প্রতিবেশীর সঙ্গে বচসার জেরে নদিয়ার (Nadia) শান্তিপুরের টেংরিডাঙা এলাকায় ব্যাপক বোমাবাজি। পানীয় জল নেওয়াকে কেন্দ্র করে এলাকায় দুই বাসিন্দার মধ্যে ঝগড়া বাধে বলে অভিযোগ। পরে, তা থেকেই উত্তেজনা ছড়ায়। এলাকায় ব্যাপক বোমাবাজি হয়। ঘটনায় এখনও পর্যন্ত ২০জনকে আটক করেছে পুলিশ।
রবিবার, টাইমকলের জল নেওয়াকে কেন্দ্র করে দুই মহিলার মধ্যে ঝগড়া বাধে। পরে সেটাই হাতাহাতির চেহারা নেয়। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই বিনা অনুমতিতে বাড়ির উপর দিয়ে কেবলের তার নিয়ে যাওয়া নিয়ে এই দুই বাড়ির মধ্যে বচসা চলছিল। এদিন তা চরম আকার নেয়। স্থানীয়দের তোলা মোবাইল ক্যামেরার ফুটেজে দেখা যায়, বাড়ির ছাদ থেকে একের পর এক বোমা ছোড়া হয়। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে যান রাণাঘাটের এসডিপিও। ঘটনায় আহত হয়েছেন ৪ পুলিশকর্মী। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় কাঁদানে গ্যাসের শেল। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।