Dengue Vaccine: ডেঙ্গি মোকাবিলায় আসছে ভ্যাকসিন, ট্রায়াল শুরু হচ্ছে কলকাতায়

0
2

আসছে বর্ষা। আর বর্ষা মানেই ডেঙ্গির উৎপাত। এবার ডেঙ্গির মোকাবিলায় আসতে চলেছে ভ্যাকসিন। সেই ভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়াল শুরু হতে চলেছে কলকাতার চারটি হাসপাতালে।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর বি সি রায় শিশু হাসপাতাল এবং স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ডেঙ্গির ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে। এর পাশাপাশি দু’টি বেসরকারি হাসপাতাল রুবি এবং মেডিকাতেও ট্রায়াল চলবে। প্রসঙ্গত ইতিমধ্যেই আমেরিকা এবং এশিয়ার বেশ কয়েকটি দেশে ইতিমধ্যেই ডেঙ্গির ভ্যাকসিনের প্রথম এবং দ্বিতীয় দফার ট্রায়াল শেষ হয়েছে৷ এবার তৃতীয় দফার ট্রায়াল শুরু হতে চলেছে কলকাতায়। ৪ থেকে ১৮ এবং ১৮ থেকে ৬০- এই দু’টি বয়সসীমার মানুষের উপরে ভ্যাকসিন প্রয়োগ করা হবে। ডেঙ্গির ভ্যাকসিনের দু’টি ডোজ। দু’টি ডোজের মধ্যে ব্যবধান ৯০ দিনের।

আরও পড়ুন- England Cricket: মিচেলের ছক্কা এক মহিলা ভক্তের পানীয়ের গ্লাসে, ভাইরাল ভিডিও