দেশে-রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক স্বাস্থ্যমন্ত্রক

0
1

নতুন করে ,মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ। দেশে তো বটেই রাজ্যের চিত্রটাও খুব একটা ব্যতিক্রমী নয়। কয়েক মাস আগেও কড়া বিধিনিষেধের জেরে অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছিল করোনাকে। কিন্তু মাত্র এক মাস আগে থেকেই ফের বাড়তে শুরু করেছে করোনা।  ক্রমশই বেড়ে চলেছে পজিটিভিটি রেট। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। শনিবার  সারাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৮৩২৯। অর্থাৎ শুক্রবারের তুলনায় ৮ হাজারেরও বেশি মানুষ দেশে আক্রান্ত। রবিবার ও চিত্রে কোনো বদল নেই। ফের বেড়ে গিয়েছে সংক্রমণ।

গত তিনমাসেরও বেশি সময় পর ইতিমধ্যে দুদিন আগেই বাংলায় সংক্রমণ ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টার রিপোর্ট অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্ত ১৩৯। যেখানে শুক্রবার করোনায় সংক্রমিত হয়েছিলেন ১০৭ জন।  শনিবার অনেকটাই বেড়েছে কোভিড গ্রাফ। এই নিয়ে রাজ্যে মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২০,২০,১৭৩। আর রবিবার সেই সংখ্যাটা বেড়েছে আরো একটু। তবে পজিটিভিটি রেট বাড়লেও মৃত্যুর কোনো খবর নেই। গত ২৪ ঘন্টায় রাজ্যে কোনও মৃত্যু হয়নি।  গত কয়েকদিন ধরেই মৃত্যু শূন্য বাংলা রয়েছে।