গোলমাল পাকিয়ে আবার নিজেই অবস্থানে বিজেপি! নেতৃত্বে রাজ্য সভাপতি সুকান্ত

0
1

শান্ত বাংলাকে উস্কানি দিয়ে অশান্ত করার চেষ্টা গেরুয়া শিবিরের। নিজেরাই গোলমাল করে আবার নিজেরই তার প্রতিবাদ করছে BJP। রবিবার, Howrah-য় অশান্তির প্রতিবাদে গান্ধী মূর্তির সামনে দলীয় নেতা-কর্মীদের নিয়ে অবস্থান বিক্ষোভের বসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

অভিযোগ, হাওড়ায় একাধিক বিজেপি-র কার্যালয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গেলে বাধা দেওয়ার অভিযোগ তোলা হয়েছে পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে। কিন্তু কেন হাওড়ায় ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও যেতে চাইছেন বিজেপি নেতৃত্ব? রাজনৈতিক মহলের মতে, প্রশাসনিক তৎপরতায় যে অশান্তির আঁচ নিভে আসছে, তা আরও উস্কানি দিতেই সেখানে যেতে চাইছে গেরুয়া শিবির।