Sourav Ganguly: ইংলিশ প্রিমিয়ার লিগকে জনপ্রিয়তায় টেক্কা আইপিএলের, খুশি বিসিসিআই প্রেসিডেন্ট

0
3

ইংলিশ প্রিমিয়ার লিগকে ( EPL) একগোল দিল আইপিএল (IPL)। সূত্রের খবর, ইপিএলের থেকেও বেশি আয় আইপিএল। চলতি আইপিএলে ফাইনালে সব থেকে বশি দর্শক হয়েছে। আর দর্শকের ক্রিকেটের এই ভালোবাসা দেখে বেজায় খুশি বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

এদিন এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,” আমি যখন খেলতাম কয়েকশো টাকা পেতাম। এখন ক্রিকেটাররা কোটি কোটি টাকা পায়। সমর্থকরাই ক্রিকেটের প্রাণ। এই দেশের মানুষই ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ক্রিকেট ভারতে খুব শক্তিশালী খেলা এবং আরও শক্তিশালী হয়ে উঠবে। ইংলিশ প্রিমিয়ার লিগের থেকে বেশি আয় আইপিএলে। যে খেলাকে আমি ভালবাসি, সেই খেলা এই ভাবে এগিয়ে যাচ্ছে দেখলে ভাল লাগে।”

এ বারের আইপিএল হয় দশটি দলকে নিয়ে। নতুন দল হিসাবে যোগ দিয়েছে গুজরাত টাইটান্স এবং লখনউ সুপার জায়ান্টস। ৭৪ ম্যাচের প্রতিযোগিতা চ‍্যাম্পিয়ন হয় গুজরাত।

আরও পড়ুন:Cristiano Ronaldo: স্বস্তিতে রোনাল্ডো, ধর্ষনের অভিযোগ থেকে মুক্তি পেলেন সিআরসেভেন