শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতার সম্মান পেল অ্যাডামাস ইউনিভার্সিটি। এবিপি আনন্দ ‘শিক্ষা সম্মান ২০২২’-এ সম্মানিত হল এই বিশ্ববিদ্যালয়। উত্তর-পূর্ব ভারতের অন্যতম সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় এটি।এই বিশ্ববিদ্যালয়ের আচার্য সমিত রায় জানিয়েছেন, দশটি স্কুলের প্রায় চার হাজার ছেলেমেয়ে এখানে পড়াশোনা করছে। পড়ুয়াদের প্রধান লক্ষ্য যদি ডিগ্রি পাওয়া হয়, তবে এরই পাশাপাশি এখানে গ্রাজুয়েট, মাস্টার ডিগ্রি ও গবেষণা করার সুযোগ আছে। সেইসঙ্গে নতুন প্রজন্ম যাতে তাদের কর্মস্থলে গিয়ে দক্ষতা প্রদর্শন করতে পারে সেটাও ইউনিভার্সিটির অন্যতম লক্ষ্য।
আরও পড়ুন- প্রতিবাদীদের মুখ বন্ধ করতে যোগীরাজ্যে বুলডোজার, লকআপে লাঠির ঘা
পূর্ব ভারতে এবং তার বাইরে যে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্বতায় শিক্ষা বিস্তারে সগৌরবে শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখে, এবিপি আনন্দ সেই শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মান জানাতে শুরু করেছে ‘শিক্ষা সম্মান’ প্রদান।
বাংলার শিক্ষা মানচিত্রে চেতনার বিকাশ ঘটাতে অ্যাডামাস ইউনিভার্সিটির জুড়ি মেলা ভার। পূর্ব ভারতের সবচেয়ে প্রাণবন্ত এবং বৃহত্তম ক্যাম্পাস হিসেবে এবিপি আনন্দর এই সম্মাননা তাই অ্যাডামাস ইউনিভার্সিটির মুকুটে আরও একটি গৌরবজ্জ্বল পালক।












































































































































