Sunil Chhetri: আন্তর্জাতিক ফুটবলে ১৭ বছর, কী বললেন ভারত অধিনায়ক?

0
1

এএফসি এশিয়ান কাপের (Afc Asian Cup) যোগ‍্যতা পর্বের প্রথম ম‍্যাচ কম্বোডিয়ার পর শনিবার আফগানিস্তানের বিরুদ্ধেও গোল পেয়েছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। দু’টি ম্যাচে ভারত যে চারটি গোল করেছে, তার মধ‍্যে তিনটিই সুনীলের। আর রবিবারই আন্তর্জাতিক ফুটবলে ১৭ বছর পূর্ণ করলেন সুনীল। আর এই কৃতিত্ব অর্জন করে সুনীল বললেন, এই ভাবে ১৭ বছরের আন্তর্জাতিক কেরিয়ার উদ্‌যাপন করতে পেরে ভাল লাগছে।

ম‍্যাচ শেষে সাংবাদিকদের সুনীল বলেন,” এই ভাবে ১৭ বছরের আন্তর্জাতিক কেরিয়ার উদ্‌যাপন করতে পেরে ভাল লাগছে। এক সময় মনে হয়েছিল ম্যাচ ড্র হবে। ছেলেরা ভাল খেলেছে। আমার কাছে যদিও এই ধরনের মাইলফলক খুব বেশি প্রাধান্য পায় না। আমি গর্বিত এত বছর ধরে জাতীয় দলের জার্সি পরতে পেরে।”

আরও পড়ুন:বিস্ফোরক স্টিমাচ, ‘ভারতে ফুটবলের জ্ঞান  সীমিত’ সাংবাদিক সম্মেলনে বললেন সুনীলদের হেডস‍্যার