R Ashwin: ক্লাব ক্রিকেটে ফিরলেন অশ্বিন, দলকে সেমিফাইনাল থেকে তুললেন ফাইনালে

0
1

ক্লাব ক্রিকেটে ফিরলেন রবিচন্দ্রন অশ্বিন ( Ravichandran Ashwin)। সদ‍্য আইপিএল ( IPL)শেষ হয়েছে। বিশ্রামে না গিয়ে ইংল‍্যান্ডের (England) বিরুদ্ধে খেলতে নামার আগে নিজেকে ঝালিয়ে নিতে ব‍্যস্ত অশ্বিন। ১ লা জুলাই ইংল‍্যান্ডের বিরুদ্ধে বাকি থাকা পঞ্চম টেস্ট খেলতে নামবে ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নামার আগে সেখানে একটি অনুশীলন ম্যাচ খেলার কথা ভারতের। কিন্তু তার আগে ক্লাব ক্রিকেটে খেলে লাল বলে খেলায় নিজেকে প্রস্তুত করে নিলেন অশ্বিন। তামিলনাড়ুর প্রথম ডিভিশনের ক্লাব এমআরসি ‘এ’ দলের হয়ে খেলতে নামেন অশ্বিন। সেখানে দলকে সেমিফাইনাল থেকে ফাইনালে তোলেন ভারতীয় এই বোলার।

এই নিয়ে অশ্বিন বলেন,” ২০ ওভারের খেলা থেকে লাল বলের খেলায় নিজেকে সরিয়ে নেওয়ার লক্ষ্যেই এই ম্যাচগুলো খেলা। যত বয়স বাড়বে, তত বেশি খেলতে হবে, তত বুদ্ধি করে খেলতে হবে। আমি সেটাই করছি। আনন্দ করে খেলছি। ইংল্যান্ডে গিয়ে পরিস্থিতি অনুযায়ী খেলতে চাই। আমার মনে হয় ব্যাট এবং বল, দুটোতেই আমি দলকে সাহায্য করতে পারব। নিজের ফিটনেস ঠিক রাখতে চাই।”

আরও পড়ুন:Babar Azam: ফের বিতর্কে বাবর আজম, ফিল্ডিং করার সময় উইকেটরক্ষকের গ্লাভস পরে বিতর্কে জড়ালেন পাক অধিনায়ক