মিলছে না সেনার ছাড়পত্র, রাজ্য সরকারের দ্বারস্থ মেট্রো কর্তৃপক্ষ

0
2

সেনাবাহিনীর ছাড়পত্র না মেলায় ব্যাহত হচ্ছে মেট্রো প্রকল্পের (Metro Work)কাজ। এবার সমস্যা সমাধানের আশায় রাজ্য সরকারের হস্তক্ষেপ চাইল মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর গড়িয়া-বিবাদীবাগ এবং দমদম-এয়ারপোর্ট মেট্রো প্রকল্প নিয়ে বৈঠক বসে নবান্নে (Nabanna)। স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা দীর্ঘ বৈঠক করেন আর বি এন এল কর্তৃপক্ষের (BNL autority)সঙ্গে। বৈঠকে সেনাবাহিনীর কোনও প্রতিনিধি অবশ্য উপস্থিত ছিলেন না। সেই বৈঠকেই ধর্মতলার বিধান মার্কেট (Bidhan market)স্থানান্তর, ভিক্টোরিয়া মেমোরিয়ালের (Vioctoria memorial)সামনে ভূগর্ভস্থ মেট্রো স্টেশনের কাজ নিয়ে কথা হয়।

এরপর আর বি এন এল কর্তৃপক্ষ জানায়, সেনাবাহিনীর তরফ থেকে কোনরকম সহযোগিতা করা হচ্ছে না। শুধু তাই নয় সেনার ছাড়পত্র না মেলায় ভিক্টোরিয়ার সামনে কাজ করতে সমস্যা তৈরি হচ্ছে। ঠিক একই ভাবে সল্টলেকের ৫ নম্বর শিল্প তালুকের একটি জমি নিয়ে জটিলতার কারণে কাজ থমকে আছে। নবান্ন সূত্রে খবর, স্বরাষ্ট্রসচিব দুটি ক্ষেত্রেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য হাইকোর্টের জট কাটার পর জোকা-বিবাদী বাগ রুটে ময়দান অঞ্চলে সুড়ঙ্গ খোঁড়ার বিষয়ে রেল বিকাশ নিগমকে (RVNL)আগেই ছাড়পত্র দেয় ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ। কিন্তু সেনাবাহিনীর তরফ থেকে এখনও ছাড়পত্র মেলেনি। এবিষয়ে বৈঠক হলেও সেনাবাহিনীর কেউ উপস্থিত না থাকায় মূল সমস্যার কার্যত কোনও সমাধান হয় নি। তাই এবার রাজ্য সরকারের দ্বারস্থ মেট্রো রেল কর্তৃপক্ষ (Metro rail)।