সোমবার সকাল পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ হাওড়া এলাকায়

0
1

১৩ জুন ,আগামী সোমবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে হাওড়া এলাকায়। শুক্রবার সন্ধ্যা থেকে সোমবার সকাল ৬’টা পর্যন্ত হাওড়ায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র দফতর। অতিরিক্ত মুখ্যসচিব জানিয়েছেন, হাওড়া সিটি পুলিশ এবং হাওড়া রুরাল পুলিশের আওতাভুক্ত জেলার সমস্ত এলাকাতেই এই সিদ্ধান্ত বলবৎ হবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যা সাতটার সময় এই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে। বলবৎ থাকবে ১৩ জুন সকাল ৬টা পর্যন্ত।