এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) যোগ্যতা অর্জন পর্ব ম্যাচে আফগানিস্তানের ( Afghanistan) বিরুদ্ধে শেষ মুহূর্তে দুরন্ত জয় তুলে নিল ভারতীয় দল (India Team)। এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে আফগানিস্তানকে ২-১ গোলে হারায় সুনীল ছেত্রীর দল। ভারতের হয়ে গোল দুটি করেন সুনীল ছেত্রী এবং সাহাল আব্দুল সামাদ।

ম্যাচের প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। প্রথমার্ধে ভারত বেশ আক্রমণাত্মক ফুটবল খেলে, তবে আফগানিস্তানও সুযোগ পেয়ে পাল্টা আক্রমণের পথ নেয়। একাধিক সুযোগ পায় ভারত, কিন্তু সুযোগ হাতছাড়া করেন লিস্টন কোলাসো ও সুনীল ছেত্রী। দ্বিতীয়ার্ধে খেলা ধরে নেয় আফগানিস্তান। একাধিকবার ভারতের রক্ষণে চাপ তৈরি করে তারা। কিন্তু পাল্টা আক্রমণ চালায় সুনীল ছেত্রীর দল। ম্যাচের ৮৫ মিনিটে দুর্দান্ত ফ্রিকিকে গোল করেন সুনীল। কিন্তু তার কিছু মিনিট পরেই কর্নারে হেড করে আফগানিস্তানের হয়ে গোল শোধ করেন জুবেইর আমিরি। মনে হয়েছিল যেন হয়ত এই ম্যাচে জয় আসবে না ভারতের। কিন্তু শেষ মুহুর্তে সাহাল আব্দুল সামাদের গোলে জয় পায় ভারত। চাপের মুখে আফগানদের হারিয়ে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার দিকে আরও খানিকটা এগিয়ে গেল ভারতীয় দল। শেষ ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে হারলেও এশিয়ান কাপের মূলপর্বে খেলার সুযোগ থাকবে ভারতের কাছে।
আরও পড়ুন:England Cricket: মিচেলের ছক্কা এক মহিলা ভক্তের পানীয়ের গ্লাসে, ভাইরাল ভিডিও



















































































































































