আর কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরবেন রেণু, চলবে চিকিৎসা

0
1

সেরে উঠছেন কেতুগ্রামের রেণু খাতুন (Renu)। আর কয়েকদিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তবে, বাড়ি গিয়েও নিয়মিত ড্রেসিং করাতে হবে। চলবে ওষুধ। তাঁর ক্ষত অনেকটাই সেরে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ১০দিন পরে কাটা হবে সেলাই। তবে, হাসপাতালের বদ্ধ পরিবেশ থেকে মুক্তি পাবেন। একই সঙ্গে তাঁর চিকিৎসা বাবদ দুর্গাপুরের (Durgapurer) বেসরকারি হাসপাতাল যে টাকা নিয়েছিল তাও ফিরিয়ে দেব। এখন স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা হচ্ছে রেণুর।

বাড়ি ফিরে নতুন লড়াই শুরু হবে রেণু খাতুনের। বাঁ হাতে লেখার পাশাপাশি সবকাজের অভ্যসও করতে হবে তাঁকে। এদিকে, রেণুর নিয়োগ পত্র তৈরি হয়ে গিয়েছে। এখন তাঁর বাড়ি ফেরার অপেক্ষা। সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেলে তাঁর জন্য কৃত্রিম হাত লাগানোর ব্যবস্থা করা হবে। এখন মুখ্যমন্ত্রীকে অকুণ্ঠ ধন্যবাদ-কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি, দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন রেণু খাতুন।

আরও পড়ুন- পয়গম্বরকে নিয়ে কুমন্তব্যে দেশজুড়ে অশান্তি: রাজ্যগুলিকে সতর্কবার্তা স্বরাষ্ট্রমন্ত্রকের