নিরাপত্তা এবং দূষণ বিধি মেনে সরোবরে রোয়িং চালু শীঘ্রই

0
1

কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের গাইডলাইন মেনে খুব শীঘ্রই রোয়িং চালু হচ্ছে।  তবে নিরাপত্তার পাশাপাশি দূষণ বিধিও যাতে মেনে চলা হয় সেদিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের মাঝামাঝি শহরের ক্লাবগুলিতে ফের শুরু হতে চলেছে রোয়িং।চূড়ান্ত গাইডলাইন হাতে পাওয়ার পর শহরের তিনটি রোয়িং ক্লাব যথাক্রমে ক্যালকাটা রোয়িং ক্লাব, বেঙ্গল রোয়িং ক্লাব এবং লেক ক্লাব  এ ব্যাপারে তৎপরতা শুরু করেছে । তবে একটি বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। এসওপি  গাইডলাইনে  এবং পুলিশের তরফে যে চূড়ান্ত গাইডলাইন ক্লাবগুলিকে পাঠানো হয়েছে তাতে হাই স্পিড রেসকিউ বোটে কী কী ব্যবস্থা রাখতে হবে তার নির্দিষ্ট উল্লেখ থাকলেও হাই স্পিড রেসকিউ বোট কীসে পরিচালিত হবে ব্যাটারি নাকি অন্য কোনও জ্বালানির মাধ্যমে, তার কোনও সুনির্দিষ্ট উল্লেখ নেই গাইডলাইনে।