পার্ক সার্কাসের কাছে এলোপাথাড়ি গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন এক পুলিশকর্মী। ওই পুলিশকর্মীর ছোড়া গুলিতে আরো এক মহিলার মৃত্যু হয়েছে । শুক্রবার দুপুরে বাংলাদেশ হাইকমিশনের কাছে এই ঘটনাটি ঘটেছে। ওই পুলিশকর্মী বাংলাদেশ হাইকমিশনে গার্ড হিসেবে কাজ করতেন বলে জানা গিয়েছে। তবে কী কারণে এই ঘটনা ঘটল তা এখনো জানা যায়নি। নিহত পুলিশকর্মী ইউনিফর্ম পরা অবস্থায় মাটিতে পড়েছিলেন। সার্ভিস রিভলভারটি মৃতদেহের পাশেই পড়েছিল। একটু দূরেই পড়ে ছিল আরেক মৃত মহিলার দেহ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দুপুরে আচমকাই বাংলাদেশ হাইকমিশন থেকে বেরিয়ে এসে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন ওই পুলিশকর্মী। প্রায় ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে জানা গিয়েছে। গুলির আওয়াজে সঙ্গে সঙ্গে প্রাণভয়ে পালাতে শুরু করেন বাসিন্দারা। সেই সময় ওই রাস্তা দিয়ে আসছিলেন এক মহিলা। গুলি লাগে তাঁর। তাঁর স্বামীরও গুলি লাগে। কিন্তু তিনি সেখান থেকে পালিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। তারপরেই ওই পুলিশকর্মী নিজেকেও গুলি করেন। ঘটনাস্থলে চলে এসেছে কড়েয়া থানার পুলিশ। পুলিশ তদন্ত শুরু করেছে।






























































































































