Kane Williamson: করোনায় আক্রান্ত কেন উইলিয়ামসন

0
3

ইংল‍্যান্ডের ( England) বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট (2nd Test) খেলতে নামার আগে ধাক্কা নিউজিল্যান্ড (New Zealand) শিবিরের। করোনায় ( Corona) আক্রান্ত কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। যার ফলে দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন না তিনি। শুক্রবার থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে নামার আগে করোনা পরীক্ষা করা হয় ক্রিকেটারদের। তাতে দেখা যায় করোনা আক্রান্ত উইলিয়ামসন। পাঁচ দিন নিভৃতবাসে থাকতে হবে তাঁকে। উইলিয়ামসন করোনা আক্রান্ত হলেও দলের বাকিদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে জানান হয় নিউজিল্যান্ডের পক্ষ থেকে। দ্বিতীয় টেস্ট ম‍্যাচে দলকে নেতৃত্ব দেবেন টম লাথাম।

এদিন নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, ” দেশের সেরা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন পাঁচ দিনের আইসোলেশনে থাকবেন। এবং টম লাথামকে দ্বিতীয় টেস্টের অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে। উইলিয়ামসনের জায়গায় দলে ঢুকবেন অভিজ্ঞ ওপেনার হামিশ রাদারফোর্ড।”

নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড বলেন, “এ রকম একটি গুরুত্বপূর্ণ ম্যাচের কেনের না খেলতে পারাটা দুর্ভাগ্যজনক। আমরা সকলে ওর যন্ত্রনাটা বুঝতে পারছি। এবং জানি যে, ও কতটা হতাশ হয়ে রয়েছে। আমরা উইলিয়ামসনের পাশে আছি।”

তিন টেস্টের সিরিজে প্রথম ম্যাচ হেরে ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টে হারলে সিরিজ হেরে যাবে কিউইরা। ২৩ জুন থেকে হেডিংলিতে তৃতীয় টেস্ট শুরু হবে।

আরও পড়ুন:India Team: রেকর্ড গড়া হল না ভারতের, দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হারল পন্থ বাহিনী