‘কোনও গতানুগতিক পড়া নয়। তবে যতটুকু সময় পড়ি,ততটুকু সময় পড়াশুনোতেই কনসেনট্রেট করি।’ উচ্চমাধ্যমিকে প্রথম হওয়ার পর এমনটাই জানালেন অদিশা দেবশর্মা।কোচবিহারের দিনহাটা সোনি দেবী জৈন স্কুলের পড়ুয়া অদিশার প্রাপ্ত নম্বর ৪৯৮।
আরও পড়ুন:উচ্চমাধ্যমিকেও জেলার জয়জয়কার, ৪৯৮ পেয়ে প্রথম অদিশা দেবশর্মা
এদিন সকালে রেজাল্ট বেরোনোর আগে মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন অদিশা। মন্দিরে তাঁর প্রথম হওয়ার খবর দেন অদিশার বাবা। খুশির খবর পেয়ে চোখে জল এসে যায় অদিশার। এরপর বাড়ি ফিরতেই শুরু হয় সেলিব্রশন। বাড়ির আত্মীয় থেকে পাড়া প্রতিবেশী সকলেই খুশি অদিশার প্রাপ্ত নম্বরে।
অদিশা জানান, ”বাবা-মা সবার মুখ উজ্জ্বল করতে পেরেছি। এটাই সবথেকে বেশি ভালো লাগছে। পরিবারের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও সবাই খুব সাহায্য করেছেন। আগামী দিনে অঙ্ক নিয়ে পড়াশোনা করতে চাই। ” এরইসঙ্গে অদিশা জানিয়েছেন, “শুধু পড়াশুনো নয়, নাচ ও কবি নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করতে ভালো লাগে। পড়াশুনোর পাশাপাশি এইসকল চর্চাও সমান তালে চালিয়ে যায়।”
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.