১০ জুন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ফলাফল ঘোষণা করবেন আনুষ্ঠানিক ভাবে। প্রতিবারের মত এবারও প্রথম থেকে দশম স্থান পর্যন্ত মেধা তালিকা ঘোষণা করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আর সেই মেধা তালিকা ঘিরেই কৌতুহল তুঙ্গে। এরপর বেলা ১২টা নাগাদ ছাত্রছাত্রীরা ওয়েবসাইটে তাদের ফল জানতে পারবে।
আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর আবেদনের পরেই উঠল ডোমজুড়ের পথ অবরোধ


যে ওয়েবসাইটগুলি থেকে উচ্চ মাধ্যমিকের ফলাফল জানা যাবে, সেগুলি হল -wbchse.nic.in
wbresults.nic.in
www.exametc.com
www.indiaresults.com । পাশাপাশি এসএমএস এবং মোবাইল অ্যাপের (WBCHSE Result 2022) মাধ্যমেও নম্বর জানতে পারবেন পড়ুয়ারা।


বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, ‘‘বেলা ১১.৩০টা নয়, শুক্রবার দুপুর ১২টা থেকে অনলাইনে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে।’’ SMS পরিষেবা, অনলাইন পোর্টাল এবং মোবাইল অ্যাপস, সব ক্ষেত্রেই দুপুর ১২টা থেকেই ফলাফল জানা যাবে বলে সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর ২ এপ্রিল শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ২৭ এপ্রিল। সংসদের তথ্য অনুযায়ী, ৪৪ দিনের মধ্যেই প্রকাশিত হবে ফলাফল। করোনাভাইরাসের ধাক্কা কাটিয়ে এবার রাজ্যে হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পড়ুয়াদের মানসিক অবস্থা, সুরক্ষা ও অন্যান্য বিষয়ের বিবেচনা করে এই প্রথমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ‘হোম সেন্টারে’ হয়েছে।




































































































































