১০০ দিনের কাজের পাওনা দিচ্ছে না কেন্দ্র: গিরিরাজের কাছে যাচ্ছে তৃণমূল প্রতিনিধি দল

0
3

১০০ দিনের কাজে টাকা বন্ধ করেছে কেন্দ্র। বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা। বকেয়া আদায়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের (Giriraj Singh) সঙ্গে বৈঠক করবে তৃণমূল (TMC) প্রতিনিধি দল। তৃণমূল সূত্রে খবর, ১৬ জুন দিল্লিতে ১০ জন সংসদীয় প্রতিনিধি দল গিরিরাজের সঙ্গে দেখা করবে।

৫ মাস ধরে বন্ধ  ১০০ দিনের কাজের টাকা। ফলে একশো দিনের শ্রমিকরা মজুরি পাচ্ছেন না। এই ইস্যুতে একাধিকবার তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে নিয়ে দু’দিন প্রতিবাদ কর্মসূচি পালন করেছে তৃণমূল। উত্তরবঙ্গ সফরে গিয়েই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে দিল্লিতে তৃণমূলের প্রতিনিধি দল পাঠাবে না তিনি। তাঁর নির্দেশ মেনেই গিরিরাজ সিংয়ের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিল তৃণমূল। ১৬ জুন দুপুরে রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় (Sukhendu Shekhar Roy)এবং লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Bandopadhyay) নেতৃত্বে ৮-১০ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করবে।

দেশের মধ্যে ১০০ দিনের কাজে সবচেয়ে ভাল পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছে বাংলা। তা সত্ত্বেও কেন্দ্রের তরফে প্রাপ্য টাকা সময়মতো না পাওয়ায় নিজে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দ্রুত টাকা মিটিয়ে দেওয়ার আবেদন জানান। এবার কেন্দ্রীয় মন্ত্রিসভা দেখা করতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল।