ধর্ষণে অভিযুক্ত দুই যুবককে জীবন্ত জ্বালিয়ে দিলেন ক্ষিপ্ত গ্রামবাসীরা

0
1

এক আদিবাসী যুবতীকে ধর্ষণের অভিযোগে দুই যুবকের গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আরেকজনের অবস্থা সঙ্কটজনক। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গুমলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অগ্লিদগ্ধ হয়ে দুই অভিযুক্তের মধ্যে সুনীল ওঁরাও নামে এক জনের মৃত্যু হয়েছে। অন্য অভিযুক্ত আশিস কুমারের অবস্থা সঙ্কটজনক। জানা গিয়েছে  ওই যুবতী রাতে মায়ের সঙ্গে একটি কাজে বেরিয়েছিলেন। অভিযোগ, তাঁদের পথ আটকান সুনীল এবং আশিস। তার পর যুবতীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। গ্রামবাসীদের কাছে এই খবর পৌঁছতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তাঁরা। বাইকসহ অভিযুক্ত দুই যুবককে আটকে রেখে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ এসে অগ্নিদগ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আরেকজন এখনও সঙ্কটে।