Rishabh Pant: ঘরের মাঠে দেশকে নেতৃত্ব দিতে পেরে উচ্ছসিত পন্থ

0
1

রোহিত শর্মা ( Rohit Sharma) বিশ্রামে। তাই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার ( South Africa) বিরুদ্ধে ভারতীয় দলের নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছিল কেএল রাহুলকে (Kl Rahul)। কিন্তু সিরিজের আগের দিনই চোট পান রাহুল। যার ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে যান তিনি। যার ফলে হঠাৎই নেতৃত্বের দায়িত্ব পান ঋষভ পন্থ। আর দিল্লির মাঠে দেশকে নেতৃত্ব দিতে পেরে উচ্ছসিত পন্থ। তিনি বলেন, আমার ক্রিকেটজীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত।

এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে নেমে পন্থ বলেন,” আমার ক্রিকেটজীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত। দিল্লির ছেলে দিল্লির মাঠে অধিনায়কত্ব করছে, এর থেকে বড় কিছু আর হয় নাকি? আমাকে এই সুযোগ দেওয়ার জন্যে প্রত্যেককে ধন্যবাদ।”

আরও পড়ুন:Bengal Cricket: রঞ্জিট্রফির কোয়ার্টার ফাইনালে দাপট বাংলার