নূপুর শর্মাসহ ৯ জনের বিরুদ্ধে এফআইআর করল দিল্লি পুলিশ

0
1

বিজেপি নেত্রী নূপুর শর্মা সহ মোট ৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ।  বিতর্কিত মন্তব্য করে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে  বিজেপি নেত্রী নূপুর শর্মা, বিজেপি  নেতা নবীন জিন্দল, হিন্দু মহাসভার পূজা পাণ্ডে, সাংবাদিক শাবা নাকভি, পিস পার্টির শাদাব চৌহান-সহ মোট ন’জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। দিল্লি পুলিশের স্পেশাল সেলের  ডেপুটি কমিশনার কেপিএস মালহোত্রা এফআইআর দায়ের করার কথা স্বীকার করেছেন। এফআইআরে নাম রয়েছে নবীন, শাবা-সহ আট জনের। হিন্দু মহাসভার মুখপাত্র পূজা শাকুন পাণ্ডের নামও  রয়েছে সেই তালিকায়। এ ছাড়া ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে অনিলকুমার মীনা, গুলজার আনসারি, আবদুর রহমানের নামে অভিযোগ দায়ের হয়েছে।