শান্তি-সংহতির বাংলাতে অশান্তি সৃষ্টি করতে চাইছেন কেউ কেউ। প্রতিবাদের নামে রাস্তা অবরোধ করে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলছেন। এই নিয়ে নবান্নে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপির বিদ্বেষমূলক মন্তব্যের জন্য বাংলায় অশান্তির সৃষ্টি করা হচ্ছে কেন! প্রতিবাদ করতে হলে দিল্লি যান।

আর কী কী বললেন মুখ্যমন্ত্রী-
• বিদ্বেষ সৃষ্টি করছে বিজেপি
•বিজেপির কিছু নেতা-নেত্রীর করছেন এদের গ্রেফতার করা উচিত
•বাংলার ঘটনা নয় সেই ঘটনা নিয়ে বাংলায় অবরোধ কেন ?
•বাংলায় এই ধরনের মন্তব্য করলে তাকে গ্রেফতার করা হত
•রাস্তা অবরোধ করবেন না, কিছু করতে হলে থানায় ডায়েরি করুন
• রাষ্ট্রপতির কাছে চিঠি লিখুন, নরেন্দ্র মোদির বিরুদ্ধে শান্তিপূর্ণ মিটিং-মিছিল করুন
•দিল্লির ঘটনার প্রতিবাদ বাংলায় কেন? দরকার হলে দিল্লি চলে যান
•কোন ধর্মের সম্পর্কে কটূক্তি করা উচিত নয়, সব ধর্মের কাছে শান্তি বজায় রাখার আবেদন মুখ্যমন্ত্রী
•বাংলায় শান্তি আছে। এখানে অশান্তি করবেন না। গুজরাট, উত্তর প্রদেশ, দিল্লি গিয়ে করুন
• যাঁরা অবরোধের জেরে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে আছেন, তাঁরা কী দোষ করেছে?
• অবরোধের রাজনীতি করলে মানুষ ভুল বোঝে
• বাংলায় দাঙ্গা তাণ্ডব করতে দেব না
• আমাকে খুন করলে খুশি হবেন? আমি সামনে আছি, কিন্তু বাংলার সংহতি নষ্ট করবেন না
• রেনু খাতুনকে পূর্ব বর্ধমানে নিয়োগপত্র দেওয়া হচ্ছে
• আমরা ধৈর্য নিয়ে অনেক কিছু সহ্য করি, তার মানে এই নয় যে আমরা কড়া পদক্ষেপ করব না।
















































































































































