টেট উত্তীর্ণদের একাংশের নবান্ন অভিযানকে ঘিরে বুধবার বিশৃঙ্খলা তৈরি হল মহানগরজুড়ে। এদিন নবান্নের কাছে, হাওড়ায়, মির্জা গালিব স্ট্রিটে খাদ্য ভবনের সামনে এবং বিকাশ ভবনের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের দাবি, ২০১৪ সালে পাশ করেও তাঁরা চাকরি পাননি। চাকরির দাবি নিয়ে এদিন নবান্ন অভিযান শুরু করেন বিক্ষোভকারীরা। ফলে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ-অভিযান ঘিরে অশান্তি তৈরি হয় নবান্ন সংলগ্ন অঞ্চলে। পুলিশ মাঝপথেই আটকে দেয় মিছিল। হাওড়াতেও একই দাবিতে অবরোধ হয়। অন্যদিকে মির্জা গালিব স্ট্রিটে খাদ্য ভবনের সামনেও চাকরিপ্রার্থীদের বিক্ষোভ হয় । চাকরিপ্রার্থীদের দাবি, খাদ্য দফতরে সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার জন্য ২০১৮ সালে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছিল। পরীক্ষায় পাশ করে প্যানেলভুক্ত হন ৯৫৭ জন। কিন্তু এখনও চাকরি পাননি তাঁরা। সেই দাবি নিয়েই এদিন খাদ্যভবনের সামনে বিক্ষোভ দেখান।
এদিন আচমকাই বিকাশ ভবনে চলে আসেন উচ্চমাধ্যমিকের চুক্তি ভিত্তিক শিক্ষকদের একাংশ।
শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার দাবি নিয়ে তাঁরা সোজা দফতরের বাইরে হাজির হয়ে যান। কিন্তু শিক্ষামন্ত্রীর দফতরের সামনেই বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। ১৫জন উচ্চমাধ্যমিক চুক্তি ভিত্তিক শিক্ষককে আটক করে বিধাননগর পুলিশ।






























































































































