এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ‘বাগদার রঞ্জন’কে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিল হাইকোর্ট। বুধবার এই মামলার শুনানি ছিল। শুনানির পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইকে রঞ্জনের জিজ্ঞাসাবাদ করতে বলেন।এই রঞ্জনের আসল নাম চন্দন মণ্ডল। আদালতে এমনটাই দাবি করেছেন মামলাকারীর আইনজীবী। বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন স্পষ্ট জানিয়ে দেন চন্দন মণ্ডলকে জেরা করতে পারবে সিবিআই। তদন্তে সহযোগিতা না করলে রঞ্জন ওরফে চন্দনকে নিজেদের হেফাজতে নিতে পারবে সিবিআই। আগামী ১৫ জুনের মধ্যে সিবিআইকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিন বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন যে, শুধুমাত্র রঞ্জনের জন্যেই সিবিআই তদন্ত। সম্পূর্ণ প্রাথমিকে দুর্নীতিতে নয়। এই মামলায় রঞ্জনের সঙ্গে পার্টি করা হল প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসকেও। অবিলম্বে তদন্ত শুরু করতে সিবিআইকে নির্দেশ হাইকোর্টের। সম্প্রতি শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে সরব হয়েছেন উপেন বিশ্বাস। উপেন বিশ্বাস নিজের ফেসবুক পোস্টে এই চন্দন তথা রঞ্জনের নাম উল্লেখ করেছিলেন। এদিন বিষয়টি আদালতের নজরে আনেন বিকাশ ভট্টাচার্য।

।





























































































































