রেণুর কবজি কাটতে সুপারি কিলার লাগিয়েছিল তার স্বামী!

0
14

রেণু খাতুনের হাতের কবজি কাটার ঘটনায়  তাঁর স্বামী কি  সুপারি কিলার নিয়োগ করেছিলেন? রেণুর স্বামী অভিযুক্ত শের মহম্মদ শেখকে জেরা করে নাকি এমনটাই জানতে পেরেছে পুলিশ। শের মহম্মদ জানিয়েছে রেণুর কবজি কাটতে দু’জনকে ভাড়া করে এনেছিল সে ৷ প্রথমে  জানা গিয়েছিল রেণুর কবজি কাটতে শের মহম্মদের দুই বন্ধু তাঁকে সাহায্য করেছিল । কিন্তু পরে পুলিশের কাছে জেরায় ভিন্ন তথ্য দিয়েছে শের নিজেই।  তবে কাদের নিয়ে এসেছিল তা জানা যায়নি এখনো।  এদিকে, রেণু এখনও হাসপাতালে চিকিৎসাধীন।   রেণু এ দিন  স্বামী, শ্বশুর-শাশুড়ি এবং অন্য দুই অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। কেতুগ্রাম হাসপাতালে নার্সিংয়ের চাকরি পাওয়া রেণু খাতুনের ডান হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বামী শের মহম্মদ শেখের বিরুদ্ধে ৷ প্রথমে পালিয়ে বাঁচার চেষ্টা করলেও মঙ্গলবার রাতে পূর্ব বর্ধমান থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ ।