রাজারহাটে বেসরকারি নার্সিং কলেজ থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

0
1

রাজারহাটের একটি বেসরকারি নার্সিং কলেজ এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃত ছাত্রীর নাম মহাশ্বেতা মণ্ডল। মৃত্যুর কারণ এখনও জানা  যায়নি। তবে মৃত ছাত্রীর দেহের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে ছাত্রীটির বেশ কয়েকজন সহপাঠিনীর নাম রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, র‍্যাগিং সহ্য করতে না পেরে হয়তো ছাত্রীটি এই কাণ্ড ঘটিয়েছে। তবে মানসিক নির্যাতনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।  কারণ সুইসাইড নোটটিতে দাবি করা হয়েছে, বিভিন্ন কারণে সহপাঠীরা নাকি মহাশ্বেতাকে উত্যক্ত করত। সহপাঠীদের অত্যাচারের কারণেই মহাশ্বেতা আত্মহত্যা করেছেন কী না তা  তদন্তসাপেক্ষ বলেই মনে করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  মৃত ছাত্রীর নাম মহাশ্বেতা মণ্ডল। বয়স ২১ বছর। রাজারহাটের একটি বেসরকারি নার্সিং কলেজের জিএনএম কোর্সের তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন মহাশ্বেতা। মঙ্গলবার রাতে কলেজেরই সিক রুম থেকে ছাত্রীটির ঝুলন্ত দেহ উদ্ধার হয় ।