তিনদিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার সুভাষিণী চা বাগানে গণবিবাহের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। আজ বেলা ১২টা নাগাদ সেখানে তিনি উপস্থিত হবেন। মোট ৫১০ জোড়া দম্পতির হাতে রূপশ্রীর ২৫ হাজার টাকা তুলে দেবেন প্রত্যেক কনের হাতে। সেইসঙ্গে ১২ হাজার পাট্টা প্রদান করবেন তিনি। এছাড়াও বেশকিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।এছাড়াও কালচিনি ব্লকে দ্বিতীয় পর্যায়ে বক্সাদুয়ার দুর্গের সংস্কারের শিলান্যাস করবেন তিনি। সেখান থেকে হেলিকপ্টারে বাগডোগরা পৌঁছে কলকাতার উদ্দেশে রওনা দেবেন তিনি।




আরও পড়ুন:ভবানীপুরে জোড়া খুনকাণ্ড: ধর্মতলার ম্যানহোলের পাশ থেকে উদ্ধার ‘উধাও’ হওয়া মোবাইল






সোমবার নবান্নে মন্ত্রীসভার বৈঠকের পর আলিপুরদুয়ারের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডের কর্মীসভা থেকে বিরোধীদের কড়া আক্রমণ করেন মমতা। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোনও মতেই বাংলা ভাগ হবে না। সেইসঙ্গে গেরুয়া শিবিরকে আক্রমণ করে তিনি মুখ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় দিয়ে চলেছে বিজেপি। দলের নেতা, বিধায়ক সাংসদরা উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি জানিয়ে উত্তেজনা ছড়াচ্ছে। এইনিয়ে তিনি সাফ জানান, রক্ত দেব, তবে কিছুতেই বাংলাকে ভাগ হতে দেব না।






























































































































