দেশজুড়ে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা। তাই বিমানযাত্রীদের জন্য ফের মাস্ক বাধ্যতামূলক করা হল। ফলে এখন থেকে বিমানবন্দরে ঢুকতে হলে এবং উড়ানের সময়ও মাস্ক পরতে হবে। সম্প্রতি একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছিল দিল্লি হাই কোর্ট। বৃহস্পতিবার আদালতের সেই নির্দেশিকা মেনে বিজ্ঞপ্তি জারি করল ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন অর্থাৎ অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ডিজিসিএ জানিয়েছে, শুধুমাত্র খাওয়ার সময়টুকু মাস্ক খুলে রাখা যাবে। বাকি সময় অর্থাৎ উড়ানে সফরের সময় মাস্ক পরে থাকতে হবে। যে সব যাত্রীরা মাস্ক ছাড়া বিমানে উঠবেন তাঁদের বিমান থেকে নামিয়ে দেওয়া হতে পারে বলেও নির্দেশ দিল ডিজিসিএ। শুধু বিমানের ভিতরেই নয়, বিমানবন্দরে প্রবেশ করার সময়েও মুখে মাস্ক পরে প্রবেশ করতে হবে যাত্রীদের। ডিজিসিএ-এর তরফ থেকে এ-ও নির্দেশ দেওয়া হয়েছে, যে সব যাত্রী মাস্ক পরে আসবেন না, তাঁদের বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে মাস্ক সরবরাহ করা হবে। তারপরেও কেউ মাস্ক পরতে অস্বীকার করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 





























































































































