রেণু খাতুনের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী, সরকারের তরফে ৩ ব্যবস্থা

0
3

সরকারি হাসপাতালে নার্সের চাকরি পাওয়ায় স্বামী ডান হাতের কবজি কেটে নিয়েছিল স্বামী। কেতুগ্রামের সেই রেণু খাতুনের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, ভবানীপুর (Bhabanipur) জোড়া খুনকাণ্ডে ঘটনাস্থলে গিয়েই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন রেণুর জন্য তিনটি পদক্ষেপ করা হচ্ছে।

• নার্সের চাকরির পরীক্ষায় রেণুর ডান হাতের কবজি না থাকায় তিনি বসে, মুখে বলে যে কাজ করতে পারবেন, সেই কাজ তাঁকে দেওয়া হবে।
• রেণুকে রাজ্য সরকারি সাহায্যে কৃত্রিম হাত লাগানোর ব্যবস্থা করা হবে।
• বেসরকারি হাসপাতালে রেণুর চিকিৎসার টাকা দেবে রাজ্য।

শনিবার রাতে রেণুর ডান হাতের কবজি কেটে নেয় স্বামী শের মহম্মদ। শের মহম্মদ এবং তার বাবা-মাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। দুর্গাপুরের বেসরকারি হাসপাতালের বেডে বসেই মুখ্যমন্ত্রীকে বিষয়টি নিয়ে ব্যবস্থার আবেদন জানিয়েছিলেন রেণু। এদিন সবদিক থেকে তাঁর পাশে দাঁড়লেন মমতা।