অস্বস্তিকর গরম থেকে রেহাই দিয়ে দক্ষিণবঙ্গে কবে আসছে বর্ষা? জানালো হাওয়া অফিস

0
2

উত্তরবঙ্গে ঢুকে গেলেও দক্ষিণবঙ্গে এখনও আটকে বর্ষা। আলিপুর।আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের এখনও চার-পাঁচদিন কোনও সম্ভাবনা নেই।

আগামী ১০ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের কোনও লক্ষণ নেই। অর্থাৎ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে গরম ও আদ্রতাজনিত অস্বস্তি আরও কিছুদিন বজায় থাকবে। ৪-৫ দিন পর বর্ষা ঢুকলেও কলকাতা বা তার আশেপাশের জেলাগুলোতে সেই অর্থে যে ভারী বর্ষণ হবে, তা এখনই বলা যাচ্ছে না। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

তবে আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের হালকা বৃষ্টি হতে পারে। যদিও সেটা বর্ষার বৃষ্টি নয় বলেই জানিয়েছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের উপরের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং ,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ,কোচবিহারের হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২৪ ঘন্টা পর থেকে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- anis khan: আনিস খান হত্যা মামলার শুনানি শেষ, রায় স্থগিত রাখল হাইকোর্ট