বগটুইকাণ্ডের পর কেটে গেছে প্রায় আড়াই মাস। কিন্তু এখনও বগটুইকাণ্ড ও ভাদু শেখ হত্যা মামলার কোনও কিনারা করতে পারেনি সিবিআই। মঙ্গলবার হাইকোর্টে বগটুই কাণ্ডের সিবিআই তদন্তের গতিপ্রকৃতি সংক্রান্ত রিপোর্ট জমা পড়ল। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ঘটনাস্থলের আশপাশে থাকা মোবাইলগুলির টাওয়ার লোকেশন খতিয়ে দেখা হয়েছে। মোবাইলগুলির মালিকের নাম সংগ্রহ করা হয়েছে। আপাতত ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী দু’সপ্তাহের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করার কথা সিবিআই-এর তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন:বাংলা ভাগের চক্রান্ত রক্ত দিয়ে রুখব: মমতা
মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে সিবিআই জানায়, তাদের তদন্তপ্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। পাশাপাশি, আদালতে দ্বিতীয় রিপোর্ট জমা দেয় সিবিআই।ঘটনার সঙ্গে কারা অভিযুক্ত, কাদের এই ঘটনায় হাত রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
গত ২১ মার্চ ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে রামপুরহাট বগটুই মোড়ে বোমার আঘাতে খুন হন বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। তাঁর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে বগটুই গ্রামের পূর্বপাড়ায় আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি বাড়িতে৷ সেই আগুনে ঝলসে মৃত্যু হয় ৭ জনের৷পরে আরও একজনের মৃত্যু হয় রামপুরহাট হাসপাতালে।
ঘটনার তদন্তে গঠিত হয় সিট। এমনকি বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়। কিন্তু পরে ঘটনার হাইকোর্টের নির্দেশমত ঘটনার তদন্তভার পায় সিবিআই। ৭ এপ্রিলের মধ্যে ঘটনার প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট৷ সেই মতোই ওইদিন বগটুই হত্যাকাণ্ডের প্রাথমিক রিপোর্ট জমা দেয় সিবিআই। আর আজ, মঙ্গলবার দ্বিতীয় রিপোর্ট জমা দিল তারা। একই সঙ্গে ভাদু শেখের খুনের ঘটনারও তদন্ত করছে সিবিআই।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.