অনলাইন পরীক্ষার দাবিতে রাতভর অবস্থান, মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল কলেজে আটকে অধ্যক্ষা-সহ একাধিক অধ্যাপক

0
1

আন্দোলন, ফেস্ট সবকিছুই হচ্ছে অফলাইনে, অথচ পরীক্ষা চাই অনলাইনে (Online)। সেই দাবিতে রাজ্যের বিভিন্ন কলেজে চলছে ছাত্রী বিক্ষোভ। অনলাইন পরীক্ষার দাবিতে রাতভর ঘেরাও চলছে মেদিনীপুরের (Madinipur) রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে। মঙ্গলবার সকাল ১১টা থেকে ঘেরাও অধ্যক্ষা-সহ কয়েকজন অধ্যাপক।

কলেজে অফলাইনে পরীক্ষার বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু অনলাইনে পরীক্ষার দাবি চতুর্থ ও ষষ্ঠ সিমেস্টারের পড়ুয়াদের একাংশের। পরিস্থিতি আয়ত্তে আনতে সোমবার, রাতে কলেজে যান মেদিনীপুরের মহকুমা শাসক নীলাঞ্জন ভট্টাচার্য ও ডিএসপি (অ্যাডমিনিস্ট্রেটিভ) সব্যসাচী সেনগুপ্ত। তবে, ছাত্রীদের বাধার মুখে একাধিকবার ফিরতে হয় পুলিশকে।

আরও পড়ুন:বিজেপি শাসিত গোয়ার সমুদ্র সৈকতে নেই নিরাপত্তা, ফের ধর্ষিতা এক বিদেশিনী