Bengal Cricket: বাংলার হয়ে দুরন্ত ইনিংস অনুষ্টুপ-সুদীপের, জন্মদিনে ছেলেকে শতরান উপহার অনুষ্টুপের

0
1

রঞ্জিট্রফির (Ranji Trophy) কোয়ার্টার ফাইনালে দুরন্ত বাংলার (Bengal) অনুষ্টুপ মজুমদার ( Anustup Majumdar) এবং সুদীপ ঘরামি (Sudip Ghorami)। তাদের ব‍্যাটে ভর করে ঝাড়খণ্ডের বিরুদ্ধে রানের পাহাড় বাংলার। ১৮৬ রান করেন সুদীপ। আর অনুষ্টুপ করেন ১১৭। বাংলার হয়ে ব‍্যাট হাতে দাপট দেখাতে পেরে উচ্ছসিত বাংলার দুই ব‍্যাটার।

আজ জন্মদিন অনুষ্টুপের ছেলের। ছেলের জন্মদিনে পাশে থাকতে পারেননি তিনি। তা বলে ছেলেকে উপহার দেবেন না? তা কখনও হয়? তাইতো ছেলেকে রঞ্জির শতরানটাই উপহার দিলেন অনুষ্টুপ। শতরান করে মাঠ থেকেই ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বাংলার রুকু। শতরান করে পকেট থেকে একটি কাগজ বার করে দেখান অনুষ্টুপ। তাতে লেখা, “শুভ জন্মদিন পোপো। তোমায় ভালবাসি।”

এদিকে ব‍্যাট হাতে লড়াই সুদীপ ঘরামির। ১৮৬ রান করেন তিনি। ছেলের এই সাফল্যে খুশি সুশান্ত ঘরামি। তিনি বলেন, “আমি চাই সুদীপ ভারতের হয়ে খেলুক।”

আরও পড়ুন:Indian Team: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি শুরু রাহুলদের, ভিডিও প্রকাশ বিসিসিআইয়ের