সম্প্রতি, কলকাতার নজরুল মঞ্চে কলেজের অনুষ্ঠানে পারফর্ম করার পর হোটেলে ফিরে আকস্মিক মৃত্যু হয় বলিউডের জনপ্রিয় গায়ক কেকে-র। তাঁর এই অকাল প্রয়াণে বিভিন্ন মহলে যেমন শোকের ছায়া নেমে এসেছে, ঠিক একইভাবে তৈরি হয়েছে বিতর্ক।



আরও পড়ুন: আজ মন্ত্রিসভার বৈঠকের পরেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী


আবার কেকে-র কলকাতায় পারফর্ম করার আগে শিল্পীকে নিয়ে মাত্রাতিরিক্ত উন্মাদনার প্রসঙ্গ তুলে একটি ফেসবুক লাইভে কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচী। এরপরই কলকাতায় কনসার্ট করতে এসে কেকে-র মৃত্যু হয়। কেকে-র মৃত্যুর সঙ্গে রূপঙ্করের মন্তব্যের সরাসরি কোনও যোগসূত্র না থাকলেও সোশ্যাল মিডিয়ায় কার্যত উত্তাল হয়ে যায়। নেটিজেনদের ভয়ঙ্কর রোষের মুখে পড়েন রূপঙ্কর বাগচী। তাঁর পরিবারকে খুনের হুমকি দেওয়া হয়। তবে রূপঙ্করের পাশেও দাঁড়ান অনেকে। এরপর বিতর্কে ইতি টানতে কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক ডেকে কেকে-র পরিবার ও তাঁর অনুরাগীদের কাছে নিঃশর্ত দুঃখ প্রকাশ করেন রূপঙ্কর।




এবার কেকে বিতর্কের পর প্রথমবার স্টেজে ফিরলেন বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচী। রবিবার কলকাতার একটি প্রেক্ষাগৃহে স্টেজ-শো করলেন তিনি। গাইলেন একের পর এক গান। দর্শক আসন থেকেও পেলেন একের পর এক গানের অনুরোধ। অনুরোধের মধ্যে উল্লেখযোগ্য ছিল, ”আমার মতে তোর মতন কেউ নেই” গানটি। দর্শক আসন থেকে শিল্পীকে এই গানের অনুরোধ করা হয়। যা শুনে মৃদু হেসে রূপঙ্কর বলেন, “ধন্যবাদ আজকের দিনে এই গানটির অনুরোধটা আমার কাছে প্রয়োজন ছিল”। সবমিলিয়ে বিতর্ককে দূরে সরিয়ে ফের শ্রোতাদের মন জয় করলেন রূপঙ্কর। তাঁর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল প্রেক্ষাগৃহকে।

Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































